যশোর জেলার ভৌগলিক পরিচিতি - Jashore24.com

শিরোনাম

যশোর জেলার ভৌগলিক পরিচিতি

যশোর জেলার ভৌগলিক পরিচিতি
যশোর জেলার ভৌগলিক পরিচিতি

বৃহত্তর যশোর জেলা 88° 40' থেকে 89° 50' পূর্ব দ্রাঘিমাংশ এবং 22 ° 47' হতে 23° 47' উত্তর অক্ষাংশে অবস্থিত। যশোর একটি মৃতপ্রায় ব দ্বীপ, পদ্মা ও হুগলি নদী মধ্যবিত্ত সুবৃহৎ ব দ্বীপপুঞ্জ একটি অংশ হচ্ছে যশোর। অল্পকথা গঙ্গা এবং ব্রক্ষ্মপুত্র মধ্যম অংশ ব-আকৃতির স্থান উত্তর-দক্ষিণ বরাবর সমান তিনভাগে ভাগ করা মধ্য ভাগের পশ্চিম-উত্তর এবং দক্ষিণপূর্ব অংশ ছাড়া অবশিষ্ট অংশ যশোর।

ততকাল জেলার দৈর্ঘ্য ছিল 244 কিলোমিটার বা 140 মাইল এবং প্রস্থ 76.8 কিলোমিটার বা 48 মাইল। সেমোতাবেক আদি যশোরের আয়তন ছিল 14560 বর্গ কিলোমিটার বা 5600 বর্গমাইল।

যার মধ্যে 4461.6 বর্গ কিমি বা 1760 বর্গমাইল সুন্দরবন অংশ। এ কালপূর্ব থেকে প্রাক-পাকিস্তান পূর্বে যশোর জেলা আয়তন ছিল 7650 বর্গ কিমিমিটার বা 2525 বর্গমাইল। বর্তমানে এ জেলায় কোন বনভূমি নেই। যশোর জেলায় অবস্থিত নদীগুলির মধ্যে ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কদলা ও ইছামতি অন্যতম ।
close