যবিপ্রবিতে বিএসএমের ৩২তম সম্মেলন শনিবার, আসছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান
যবিপ্রবিতে বিএসএমের ৩২তম সম্মেলন শনিবার, আসছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান |
অণুজীববিজ্ঞানের সাম্প্রতিক নানা উদ্ভাবনী বিষয় বিশ্বের কাছে তুলে ধরতে শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন করা হয়েছে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) ৩২তম বার্ষিক সম্মেলন।
বিএসএম এবং যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটির উদ্বোধন করবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিরোনাম শীর্ষক এ সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠান হবে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন 'শান্তিস্বরূপ ভাতনগর' পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিএসএম-এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ।
এ সম্মেলনে দেশি-বিদেশি প্রায় আড়াই শতাধিক আন্তর্জাতিক মানের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং পিএইচডি-এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে অণুজীব বিজ্ঞানের গবেষণা ছাড়াও সরকাররে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন, জৈব তথ্য-প্রযুক্তির উপর গবেষণার বিষয়ে ১৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববদ্যিালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি), বাংলাদেশ পারমানবিক শক্তি কমিশন, বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের শিক্ষক, গবেষক ও প্রতিনিধিবৃন্দ।
এ সম্মেলনে দুটি বিদেশি প্রতিষ্ঠানের গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। প্রতিষ্ঠান দুটি হলো ভারতের ঝাড়খন্ডের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং নাইজেরিয়ার লাফিয়ারের নাসারাওয়া স্টেট পলিটেকনিক ইনস্টিটিউট।
বিএসএম এবং যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটির উদ্বোধন করবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিরোনাম শীর্ষক এ সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠান হবে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন 'শান্তিস্বরূপ ভাতনগর' পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের হায়দারাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বিএসএম-এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ।
এ সম্মেলনে দেশি-বিদেশি প্রায় আড়াই শতাধিক আন্তর্জাতিক মানের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং পিএইচডি-এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে অণুজীব বিজ্ঞানের গবেষণা ছাড়াও সরকাররে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন, জৈব তথ্য-প্রযুক্তির উপর গবেষণার বিষয়ে ১৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববদ্যিালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি), বাংলাদেশ পারমানবিক শক্তি কমিশন, বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের শিক্ষক, গবেষক ও প্রতিনিধিবৃন্দ।
এ সম্মেলনে দুটি বিদেশি প্রতিষ্ঠানের গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। প্রতিষ্ঠান দুটি হলো ভারতের ঝাড়খন্ডের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং নাইজেরিয়ার লাফিয়ারের নাসারাওয়া স্টেট পলিটেকনিক ইনস্টিটিউট।