যশোরে পাইলসের পরিবর্তে জরায়ু অস্ত্রোপচার করলেন ডা. সাদিয়া - Jashore24.com

শিরোনাম

যশোরে পাইলসের পরিবর্তে জরায়ু অস্ত্রোপচার করলেন ডা. সাদিয়া



ডা. সাদিয়া
যশোরে পাইলসের পরিবর্তে জরায়ু অস্ত্রোপচার করলেন ডা. সাদিয়া

যশোরের একটি বেসরকারি ক্লিনিকে পাইলসের অপারেশন করাতে এসে জরায়ু হারালেন ছায়রা বেগম (৫০) নামে গৃহবধূ। ভুক্তভোগী ছায়রা যশোর সদর উপজেলার ইছালী গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী। ছায়রার স্বজনদের অভিযোগ, 'চিকিৎসক সাদিয়া শাহীন কোন ধরনের পরীক্ষা না করিয়েই তরিঘড়ি করে ছয়ারাকে অপারেশন টেবিলে নিয়ে যান। এসময় পাইলসের পরিবর্তে ছায়রার জরায়ু অপারেশন করেন তিনি। ছায়রার মেয়ে সালমা ও আসমা অভিযোগ করেন, দেড় বছর ধরে ছায়রা বেগম পাইলস রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসক দেখিয়ে ব্যবস্থাপত্র নিলেও সমস্যার সমাধান হয়নি, উল্টো বাড়তে থাকে।

এজন্য গত মে মাসে শহরের একটি বেসরকারি ক্লিনিকে গাইনী চিকিৎসক সাদিয়া শাহীনকে দেখান। তিনি ছায়রাকে ক্লিনিকে ভর্তি হতে বলেন। ১ জুলাই ওই চিকিৎসকের নিয়ন্ত্রিত যশোর শহরের কিংস ক্লিনিকে ছায়রা বেগমকে স্বজনর ভর্তি করান (ভর্তি রেজিস্ট্রার নাম্বার ৫০৮২)। ২০ হাজার টাকার চুক্তিতে ডা. সাদিয়া শাহীন সোমবার দুপুরে ছায়রাকে অপারেশন টেবিলে নিয়ে যান।

তবে কোন 'পরীক্ষা-নিরীক্ষা না করিয়ে' চিকিৎসক রোগীর পাইলসের অপারেশনের পরিবর্তে 'ভুল করে জরায়ুর অপারেশন' করেন। পরে রোগীকে ওয়ার্ডে নিয়ে আসলে সেবিকাদের মাধ্যমে স্বাজনরা জানতে পারেন রোগীর পাইলসের অপারেশন না করে জরায়ুর অপারেশন করেছেন চিকিৎসক। তখন রোগী স্বজনরা চিকিৎসক সাদিয়া শাহীনের বিরুদ্ধে অঙ্গহানির অভিযোগ করে চিকিৎসকের সাথে হট্টগোল শুরু করেন। এ ব্যাপারে ডা. সাদিয়া শাহীন জানান, রোগী জানিয়েছিলো তার পেটে ব্যথা। তখন অপারেশন করতে হবে বলে সোমবার দুপুরে রোগীর জরায়ুর অপারেশন করি। তবে পরীক্ষা ছাড়াই রোগীকে অপারেশন করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।
close