অভয়নগরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম, মহাসড়ক অবরোধ - Jashore24.com

শিরোনাম

অভয়নগরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম, মহাসড়ক অবরোধ


মহাসড়ক অবরোধ
অভয়নগরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম, মহাসড়ক অবরোধ

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলনকে (২৮) কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আজ মঙ্গলবার বিকালে উপজেলার ধোপাদী মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘঁনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে মিলন এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এসময় এলাকার চিহ্নিত চার সন্ত্রাসী ধোপাদী মোড়ে তার গতিরোধ করে মোরটরাইকেল থেকে থামিয়ে কুপিয়ে জখম করে। পরে মিলন অজ্ঞান হয়ে গেলে একটি ভ্যানে করে তাকে ওই সন্ত্রাসীদের অভয়াশ্রম পৌরসভার ৪নং ওয়ার্ডের পোল্টি ফর্মের পাশের মাঠে নিয়ে যায়। 

পোল্ট্রি ফার্ম এলাকাবাসী জানায়, সন্ধ্যায় মাঠের মধ্যে থেকে বাঁচাও চিৎকার শুনে তারা এগিয়ে যান। এসময় চার যুবক দেশিয় অস্ত্র সহকারে দৌঁড়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় মিলকে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত বলেন, সভাপতিকে চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার অবস্থা এখন গুরুতর। আমরা এর প্রতিবাদ করছি এবং দ্রুত হামলাকারীদের আটকে মহাসড়ক অবরোধ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামি আটকের আশ্বাসে ছাত্রলীগ তাদের মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে। হামলাকারীদের সনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আটক করা হবে।
close