আজ থেকে যশোরের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
আজ থেকে যশোরের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা |
যশোর জেলা সব সরকারি হাসপাতালে আজ থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে মঙ্গলবার সিভিল সার্জন অফিসে ডেঙ্গু পরীক্ষার ডিভাইজ এনএস-১ (ডেঙ্গুর এন্ট্রিজেন্ট) পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইমদাদুল হক রাজু।
যশোর জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ১৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে যশোর শহরের আরএন রোড এলাকার বিপ্লব হোসেন (৩২) যশোর থেকে আক্রান্ত হয়েছেন। তিনি গত তিন মাসে যশোরের বাইরে যাননি।
এছাড়া গত ১০ দিনে যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে মোট ৪৫ রোগী ভর্তি হয়েছেন।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২১ জুলাই থেকে ৩০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মোট ১০ দিনে ডেঙ্গু জ্বর নিয়ে শহরের ইবনে সিনা, মর্ডান এবং যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৭১ জন রোগী। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, চলতি মাসের শুরু থেকে যশোর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী দেখা দেয়। প্রথম দিকে আক্রান্তরা সকলে ঢাকা থেকে ভাইরাস বহন করেন। কিন্তু পরবর্তীতে যশোর জেলায় এই রোগে মানুষ আক্রান্ত হয়। রোগীদের ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারিভাবে সিবিসি ছাড়া হাসপাতালে আলাদা ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা ছিলো না। কিন্তু বুধবার থেকে বিনামুল্যে এই পরীক্ষার সুবিধা রোগীরা হাসপাতাল থেকে পাবেন।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট ডা. হাসান আব্দুল্লাহ জানিয়েছেন, রক্তের সিবিসি পরীক্ষা করলে রোগীর ডেঙ্গু হয়েছে কি না বোঝা যাবে না। এর জন্য ডেঙ্গু ভাইরাস রোগীর শরীরে আছে কি না তা পরীক্ষার জন্য এনএস-১ ডিভাইজ (ডেঙ্গুর এন্ট্রিজেন্ট) দরকার। যা সরকারিভাবে হাসপাতালে সরবরাহ ছিলো না। তবে মঙ্গলবার সরকারিভাবে এই ডিভাইজ হাসপাতালে পৌঁছেছে। বুধবার থেকে পরীক্ষা করা যাবে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল থেকে রোগীরা উন্নত চিকিৎসা পাচ্ছেন। তবে জায়গা সংকটের কারণে ওয়ার্ডের বাইরে রোগীদের থাকতে দিতে হচ্ছে। মঙ্গলবার সরকারিভাবে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস পেয়েছি। আজ বুধবার থেকে বিনামূল্যে হাসপাতাল থেকে ডেঙ্গু পরীক্ষা করা হবে।
যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইমদাদুল হক রাজু জানান, বুধবার থেকে জেলার সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরীক্ষা করা হবে। সিভিল সার্জন অফিসের একটি চিকিৎসক টিম সদর হাসপাতালে চিকিৎসকদের সহযোগিতা করবেন।
No comments