যশোরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু - Jashore24.com

শিরোনাম

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

লাইনম্যান
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

১১ হাজারের ভোল্টেজের তার থেকে বিদ্যুৎ বিভাগের লাইনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যশোর শহরের খোলাডাঙ্গার আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন লাইনম্যান জালাল ফকির (৪১) লাশ উদ্ধার করে। জালাল ফকির যশোর বিদ্যুৎ বিভাগ ১ এর লাইনম্যান এ চাকুরি করতেন। তিনি নেত্রকোনার হালিম ফকিরের ছেলে।

বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার রবিউল করিম জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনে ১১ হাজার ভোল্টেজের তার সংযোগ ঠিক করছিলেন। লাইন ম্যান জালাল ফকির লাইনের সুচ অপ করার আগেই তিনি তারে হাত দেন। এসময় বিদ্যুয়িত হলে জালাল ফকিরকে বিদ্যুৎ এ তার ধরে রাখে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল কর্মীরা জালাল ফকিরের ঝুলন্ত দেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে যায়।

জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস জালাল ফকিরকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

No comments

close