বাংলাদেশের 'মাসুদ রানা' সিনেমায় বলিউডের শ্রদ্ধা কাপুর - Jashore24.com

শিরোনাম

বাংলাদেশের 'মাসুদ রানা' সিনেমায় বলিউডের শ্রদ্ধা কাপুর

বাংলাদেশের 'মাসুদ রানা' সিনেমায় বলিউডের শ্রদ্ধা কাপুর 

বাংলাদেশি সিনেমার নায়িকা হচ্ছেন বলিউডের 'আশিকি ২' খ্যত শ্রদ্ধা কাপুর। বৃহস্পতিবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে জানানো হয়, কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার 'মাসুদ রানা' অবলম্বনে চলচ্চিত্রে নায়িকা থাকবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জানিয়েছে, শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি রাজি, তবে এখনো চুক্তি সাক্ষর হয়নি। তবে তিনি অভিনয় করছেন, এটাই ফাইনাল।

'মাসুদ রানা'র জনক কাজী আনোয়ার হোসেনের 'ধ্বংস পাহাড়' উপন্যাস থেকে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর।

'মাসুদ রানা' বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরো তিনটি প্রতিষ্ঠান এবং হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভারলাইন। চলচ্চিত্রটির বাজেট ১০ মিলিয়ন ডলার (প্রায় ৮৩ কোটি টাকা)। চলচ্চিত্রটির শুটিং হবে-মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

No comments

close