যশোর নিউমার্কেটে সরকারি অর্থায়নে ৮০ কোটি টাকার মার্কেট, পাঁচতলা ভবনে থাকছে ৬০০ দোকান - Jashore24.com

শিরোনাম

যশোর নিউমার্কেটে সরকারি অর্থায়নে ৮০ কোটি টাকার মার্কেট, পাঁচতলা ভবনে থাকছে ৬০০ দোকান

যশোর নিউমার্কেটে সরকারি অর্থায়নে ৮০ কোটি টাকার মার্কেট, পাঁচতলা ভবনে থাকছে ৬০০ দোকান
যশোর নিউমার্কেটে সরকারি অর্থায়নে ৮০ কোটি টাকার মার্কেট, পাঁচতলা ভবনে থাকছে ৬০০ দোকান 

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অর্থায়নে যশোর নিউমার্কেটে নির্মিত হচ্ছে পাঁচতলা বিশিষ্ট সরকারি মার্কেট। মার্কেটে থাকছে ৬০০ দোকান। ইতিমধ্যে মাটি পাইলিংয়ের কাজ শেষ হয়ে চলছে নির্মাণ কাজ। সেই সাথে দোকান বরাদ্দ দেয়ার লক্ষ্যে ৪৯৩টি আবেদন জমা নেয়া হয়েছে।

পাঁচতলার এ মার্কেট নির্মাণে ব্যয় হবে ৮০ কোটি টাকা। দৈনিক স্পন্দনকে এসব তথ্য জানান জাতীয় গৃহায়ণের উপবিভাগীয় প্রকৌশলী দীপক কুমার সরকার।

যশোর হাউজিংয়ের (জাতীয় গৃহায়ণ) উপসহকারী প্রকৌশলী মাসউদ রেজা দৈনিক স্পন্দনকে জানান, সরকারি ভাবে এ মার্কেট নির্মাণের আগে যশোর নিউমার্কেটে ছিল জাতীয় গৃহায়ণের ৭০টি দোকানের একতলা মার্কেট। পাকিস্তানি আমলের নিয়মানুযায়ী দোকানদাররা ৮৯ টাকা ভাড়া দিয়ে ২০১৭ সাল পর্যন্ত ৫২ বছর ব্যবসা করতেন। আলোচনা করার পরও সেখানকার ব্যবসায়ীরা দোকান ভাড়া বাড়াননি। তাই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর উপশহরে তাদের নিজস্ব জমিতে ১০ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে বরাদ্দ দেয়া হয়। এরপর তারা নিউমার্কেটকে আধুনিক মার্কেট করার সিদ্ধান্ত নেন।

২০১৮ সালে যশোর নিউমার্কেটের একতলা ভবন ভেঙে ১০ তলা ফাউন্ডেশনের ৫তলা মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। ইতিমধ্যে মার্কেটের মাটি পাইলিংয়ের কাজ শেষ করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। আগামী ২০২১ সালে এ মার্কেটে দোকানদাররা ব্যবসা শুরু করতে পারবেন বলে জানায় যশোর হাউজিং কর্তৃপক্ষ।

তারা আরো জানান, ৫ তলা বিশিষ্ট এ মার্কেটে নির্মাণ করা হবে ১২০ স্কয়ার ফিটের ৬০০টি দোকান। মার্কেটের নিচে থাকবে ১০০ গাড়ি রাখার ব্যবস্থা। মার্কেটের প্রতি ফ্লোর নির্মাণ করা হবে ৫২ হাজার স্কয়ার ফিট। প্রতি স্কয়ার ফিটের দোকানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হবে ৯ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করে।

এ ব্যাপারে যশোর হাউজিং এস্টেটের (জাতীয় গৃহায়ণ) উপবিভাগীয় প্রকৌশলী দীপক কুমার সরকার দৈনিক স্পন্দনকে জানান, শহরের কোনো মার্কেটে গাড়ি রাখার ব্যবস্থা নেই। মার্কেটে মানুষ কেনা কাটা করতে গেলে তাদের গাড়ি অন্য জায়গায় রেখে পায়ে হেঁটে মার্কেটে যেতে হয়। কিন্তু যশোর নিউমার্কেট নির্মাণের পর মানুষ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে। মার্কেটের নিচে গাড়ি রেখে উপরে নিশ্চিন্তে কেনাকাটা করবে।

শহরের যানজটের কারণে মানুষের কথা চিন্তা করে এ মার্কেট নির্মাণ করা হচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলায় এমন মার্কেট আর নেই। ৫ তলা বিশিষ্ট সরকারি মার্কেট এটাই প্রথম যশোর উপশহরে নির্মাণ করা হচ্ছে।

No comments

close