এবার ডেঙ্গু জ্বরে পড়েছেন জয়া
এবার জ্বরে পড়েছেন জয়া |
গত কয়েকদিনে রাজধানীতে মহামারির রূপ নিয়েছে ডেঙ্গু। ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু নিয়ে।
ইতিপূর্বে দেশে বিভিন্ন সময় ডেঙ্গু রোগ দেখা গেলেও এবারের মতো ভয়াবহ ছিল না। এবার যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে দেশের সর্বত্র।
এদিকে দেশজুড়ে ডেঙ্গু জ্বরের আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া (টিওআই) মঙ্গলবার (৬ আগস্ট) অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
টিওআই বলছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশজুড়ে ডেঙ্গু আতঙ্কের মধ্যেই জ্বরে আক্রান্ত হলেন তিনি। তার রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। জয়ার অবস্থা এখন তিন দিন আগের চেয়ে একটু ভালো। তবে তার শরীরে জ্বর ও ব্যথা আছে।
এই মুহূর্তে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন জয়া আহসান।
সম্প্রতি সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে প্রাণহাণির ঘটনা ঘটছে। সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর।
No comments