রানু মন্ডলকে বাড়ি উপহার দিলেন সালমান খান
রানু মন্ডলকে বাড়ি উপহার দিলেন সালমান খান |
বলিউড অভিনেতা সালমান খান প্রায় ৭০ লাখ টাকা দামের বিশাল বাড়ি উপহার দিয়েছেন রানাঘাটের সেই রানু মন্ডলকে।
রানু মন্ডল কলকাতার রানাঘাটে ট্রেন স্টেশনে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তার গান সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হয়। পরে বলিউডের জনপ্রিয় সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনি ডুয়েট করে খ্যাতি অর্জন করেন।
এরপর রানু মন্ডলকে সালমান খানের 'বিগ বস'- এর ১৩তম সিজনে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে 'বিগ বস' এর এবারের সিজন।
কিন্তু বিগ বস শুরু হওয়ার আগে সল্লু মিয়া দেখালেন বিরাট বদান্যতা। তিনি প্রায় ৫৫ লাখ রুপির একটি বাড়ি উপহার দিয়েছেন রানু মণ্ডলকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ টাকা।
No comments