ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী - Jashore24.com

শিরোনাম

ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী

ধর্ষণ
ধর্ষণের শিকার তিন স্কুলছাত্রী

দেশের তিন জেলায় পঞ্চম শ্রেণির তিন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে যশোরের মনিরামপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মৌলভীবাজারের কমলগঞ্জে এই তিন শিশু ধর্ষণের শিকার হয়। সমকাল প্রতিনিধিদের পাঠানো খবর :

মনিরামপুর (যশোর) : মনিরামপুরের পল্লীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত আবদুস সাত্তার খান (৫০) উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা। মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জানান, ওই শিশুর পরিবার সোমবার লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি তিনি ম্যানেজিং কমিটিকে জানিয়েছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান জানান, গত শনিবার স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে গতকাল মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের টিম পাঠানো হয়েছে ওই শিশুকে উদ্ধার করতে। তাকে থানায় আনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বাড়ির লোকজন বেড়াতে যাওয়ার সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে সোমবার রাতে এ ঘটনা ঘটায় প্রতিবেশী মশিয়ার রহমান (৩২)। এ ঘটনায় মেয়ের বাবা গতকাল মঙ্গলবার কালীগঞ্জ থানায় মামলা করেছেন। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, ধর্ষণে অভিযুক্ত মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। পুলিশ দপ্তরি অজিত দেবনাথকে (২৭) আটক করেছে। অজিত ধর্মপুর গ্রামের রুপেশ দেবনাথের ছেলে। তবে অভিযুক্তের বাবা বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আটক আসামিকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments

close