যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যশোরের চৌগাছা উপজেলার বাগারদাড়ি গ্রামের মৃত. সদর আরীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪৫)। শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই ইমদাদুল হক জানান, অতিরিক্ত জরের কারণে আব্দুল ওয়াদুদকে গত ২৪ আগস্ট চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় পরীক্ষা তার রক্তের প্লাটিলেট ২৬ হাজারে নেমে এসেছে বলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এসময় তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৩/৪ দন চিকিৎসার পর ডাক্তাররা তাকে রিলিজ দেন। তারপর তাকে বাড়িতে আনা হয়।
বাড়িতে আসার পর প্রচন্ড জর হয়। শসকষ্টের সাথে তার কথাও প্রায় বন্ধ হয়ে যায়। তখন আব্দুল ওয়াদুদকে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।
২ সেপ্টেম্বর আব্দুল ওয়াদুদকে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ভর্তি করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ডাক্তাররা জানান, রোগীর অবস্থা ভাল নয়। তার ব্রেনে রক্ত জমে গেছে। তাকে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে আব্দুল ওয়াদুদকে নিয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়িতে নিয়ে আসলে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন
No comments