যশোরে আলোচিত লিপিসহ ৫ জনকে কারাগারে প্রেরণ
যশোরে আলোচিত লিপিসহ ৫ জনকে কারাগারে প্রেরণ |
আলোচিত রেহেনা আক্তার ওরফে লিপি চৌগাছার নারায়নপুর গ্রামের মিঠুর স্ত্রী এবং মাশিলা গ্রামের হানিফের মেয়ে। তিনি যশোর শহরের আরবপুর চাঁদের হাসি বিল্ডিংয়ের ভাড়াটিয়া। অন্যরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের বাবুল খানের মেয়ে মণি আক্তার প্রিয়া, শংকরপুর সরকারি মুরগির খামার এলাকার সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া লিটনের ছেলে সোহেল, রেলস্টেশন এলাকার বিসমিল্লাহ সেলুনের পিছনে টুকু গাজীর ছেলে বাবু গাজী এবং আশ্রম রোডের সাহেব বাবুর বাড়ির সামনের সুরুজ মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম।
মামলা সূত্র মতে, বেশ কিছুদিন ধরে রেহেনা আক্তার লিপি ইয়ামাহ এফজেড এস ব্রান্ডের মোটরসাইকেলের সামনে প্রেস লিখে নিজেকে সাংবাদিক আবার কখনো পুলিশ পরিচয় দিয়ে বেড়ায়। তিনি একটি ওয়াকিটকি সেটও ব্যবহার করতেন। সাধারণ মানুষ এবং প্রশাসনের চোখে ধুলা দিয়ে মাদকের কারবার করতো। গত ১৬ অক্টোবর সন্ধ্যার দিকে যশোর শহরের মুজিব সড়কের জিলা স্কুলের সামনে পুলিশের টহল ডিউটিতে থাকা অবস্থায় সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
এসময় সোহেলের সাথে বাবু ও তৌহিদুল ইসলামও ছিল। তাদের সকলকে জিজ্ঞাসাবাদে জানায় লিপি তাদের কাছে ওয়াকিটকি সেট দিয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে তাদের মধ্যে প্রতারণার আশ্রয় আছে বলে জানতে পারে পুলিশ। এ তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে আরবপুর চাঁদের হাসি নামক বাড়িতে অভিযান চালিয়ে লিপি ও প্রিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
No comments