রংপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত - Jashore24.com

শিরোনাম

রংপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত

ট্রেন দুর্ঘটনা
রংপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহত

রংপুরের কাউনিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা রয়েছে বলে জানা যায়। এ পর্যন্ত ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২০ জনের মতো। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে সেভেন আপ মেইল নামের ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে কাজ করছেন স্থানীয়রাও।

পুলিশ এখনও নিহতের সংখ্যা সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি। নিহতের হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments

close