বন্ধুর বিয়েতে পাঁচ কেজি পেঁয়াজ উপহার!
বন্ধুর বিয়েতে পাঁচ কেজি পেঁয়াজ উপহার! |
ভারত পেঁয়াজ রফতানি বন্ধের পর হুট করে দেশে বেড়ে গেছে পেঁয়াজের দাম। চারিদিকে এই দাম নিয়ে হাহাকার।
চারদিকে পেঁয়াজের এই হাহাকারের মধ্যে এক বন্ধুর বিয়েতে পাঁচ কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন আরেক বন্ধু।
জানা যায়, বন্ধুর বৌভাতের দিন ঢালা ভর্তি পেঁয়াজ নিয়ে হাজির হয়ে যান তিনি।
এ ব্যাপারে উপহার পাওয়া বন্ধু বলেন, খুব উপকার হলো, সে আমার প্রকৃত বন্ধু। আমার যে বেতন, ভাবছিলাম নতুন বউকে মনে হয় পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার ট্রেনিং দিতে হবে। কিন্তু আমার জানের জান বন্ধু আমারে সেই বিপদ থেকে রক্ষা করলো।
এদিকে পেঁয়াজ উপহার দেয়া বন্ধু বলেন, সোনাদানা দিয়ে কি করবো ভাই, ওগুলা তো আর খাওয়া যায় না। এখন আকালের এই বাজারে পেঁয়াজের চেয়ে দামি কিছু আর নাই। কথা কি কিলিয়ার না ভেজাল আছে?
No comments