আদালতে নিজের বুকে গুলি বিচারকের
আদালতে নিজের বুকে গুলি বিচারকের |
থাইল্যান্ডের বিচার ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আদালতকক্ষে নিজের বুকে গুলি চালিয়েছেন দেশটির একজন বিচারক।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, কানাকর্ন পিয়াঞ্চানা নামের ওই বিচারক গত শুক্রবার পাঁচ মুসলিমকে খুনের অভিযোগ থেকে খালাস দিয়ে একটি সুষ্ঠু বিচার বিভাগ গঠনের আহ্বান জানান। এরপর তিনি শপথ পাঠ করে একটি পিস্তল বের করে নিজের বুকে গুলি করেন। তবে বেঁচে গেছেন ওই বিচারক। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি ধীরে সুস্থ হয়ে উঠছেন।
রায় দেওয়ার আগে বিচারকের নিজের হাতে লেখা এক বিবৃতি থেকে ধারণা করা হচ্ছে, তাঁর আত্মহত্যা-চেষ্টার সঙ্গে এ মামলার রায়ের সম্পর্ক থাকতে পারে।
সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান পেঁয়াজ আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটির মধ্যেও দু'দেশের দু'বন্দরের সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮৯ ভারতীয় ট্রাকভর্তি পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। তবে এর মধ্যে কিছু পেঁয়াজ বাংলা ট্রাকে খালাস হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে রওনা হয়ে গেছে। এই ১৮৯টি পেঁয়াজের ট্রাক মহদীপুরে অপেক্ষমান ছিল।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে ১২০ টাকায় পৌঁছায়। প্রতিদিনের রান্নায় বহুল ব্যবহৃত এই সামগ্রীর এমন দামে ক্রেতাদের মনে তৈরি হয় উদ্বেগ, বাজারে তৈরি হয় অ'স্থিরতা।
ভারতের শিল্প ও রেলপথ মন্ত্রী পিযূস গয়াল, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, অ্যসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অব ইনডিয়ার (অ্যাসোচাম) সভাপতি বালকৃষাণ গোয়েঙ্কাসহ দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Credit : prothomalo
No comments