বুকে ব্যাথা নিয়ে যশোর সিএমএইচে মাশরাফির বাবা - Jashore24.com

শিরোনাম

বুকে ব্যাথা নিয়ে যশোর সিএমএইচে মাশরাফির বাবা

মাশরাফি
বুকে ব্যাথা নিয়ে যশোর সিএমএইচে মাশরাফির বাবা 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জার বাবা গোলাম মর্তুজা স্বপন বুকের ব্যথায় অসুস্থ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসা থেকে চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। 

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, গোলাম মর্তুজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাশলপুল জাতীয় কারণে এ ব্যথা অনুভব হয়েছে। বিষয়টি ভালভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে। 

মাশরাফির মামা নাহিদুল ইসলাম নাহিদ জানান, দুলাভাই গোলাম মর্তুজা স্বপনকে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যশোর থেকে ঢাকায় নেয়ার কথা ছিল। 

পারিবারিক সূত্রে জানা যায়, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন শুক্রবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থতার খবরে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাশরাফি ভক্তসহ বিভিন্ন পেশার মানুষ তার বাসায় ছুটে আসেন।

No comments

close