চৌগাছায় হাসপাতালের টয়লেট থেকে যুবক-যুবতী আটক - Jashore24.com

শিরোনাম

চৌগাছায় হাসপাতালের টয়লেট থেকে যুবক-যুবতী আটক

চৌগাছায় হাসপাতালের টয়লেট থেকে যুবক-যুবতী আটক 

যশোরের চৌগাছা সরকারি মডেল হাসপাতালের টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় যুবক-যুবতীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে অটকের পরে তাদের পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আটককৃতরা হলেন, উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের কুবাদের মেয়ে সালমা (২৮) এবং ধুলিয়ানী গ্রামের কুব্বত আলীর ছেলে শহিদ পিয়াস রনি (২৫) ।

প্রত্যাক্ষদর্শী ও টিএইসও মাসুদ রানা জানান, সোমবার দুপুরে হাসপাতালে রোগীদের ভিড়ের মধ্যে ২য় তলায় ওটি রুমের পাশের টয়লেটে প্রবেশ করে এই প্রেমিক যুগল। দীর্ঘ সময় টয়লেটের দরজা বন্ধ দেখে রোগীর সাথে থাকা লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। জানতে পেরে টিএইসও মাসুদ রানা উপস্থিত লোকজন সাথে নিয়ে আপত্তিকর অবস্থায় তাদের বাথরুম থেকে বের করে নিজ অফিসে বসিয়ে রেখে পুলিশের খবর দেন। পরে পুলিশ আটক প্রেমিক যুগলকে থানা হেফাজতে নেয়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক কাওসার আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

No comments

close