আবরার হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
আবরার হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন |
মোঃ শরিয়তউল্লাহ, যশোর অফিস; বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোরের সাধারণ শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর ব্যানারে যশোর সরকারী এমএম কলেজ, সিটি কলেজ, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সরকারী মহিলা কলেজ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি যে চুক্তির জন্য আবরারকে প্রাণ দিতে হলো সেই চুক্তি বাতিল এবং আবরারের খুনীদের মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানান তারা
সংগঠনটির যশোর জেলার আহ্বায়ক আফরোজা সুলতানা মৌ বলেন, ক্ষমতাসীন দলের সমর্থক মানেই যে তারা দেশপ্রেমিক, আর বাকিরা রাজাকার এমন তো নয়। দেশটা আমাদের সবার, আমরাও দেশটাকে ভালবাসি। তাই দেশের স্বার্থের বাইরে কোন কিছু হলে তার সমালোচনা করা হবে এটাই তো স্বাভাবিক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আশিক ইকবাল, আরিফ খান, অলীক মাহমুদসহ অর্ধশতাদিক শিক্ষার্থীরা।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সব ধরণের অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসার আহ্বানও করেন তারা।
উল্লেখ্য যে, ফেইসবুকে রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করার সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ১০ জনসহ মোট ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা দায়ের করেছেন আবরারের বাবা।
এদিকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক তদন্তের ভিত্তিতে বুয়েট ছাত্রলীগের ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
No comments