ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত - Jashore24.com

শিরোনাম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, সমুদ্র বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ-ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে। সৃষ্ট ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া দফতর বলছে, গতিপথ বদলাচ্ছে ঘূর্ণিঝড় 'বুলবুল'। শনিবার সকালে অভিমুখ বদলাবে 'বুলবুল'। রোববার সকালের পর স্থলভাগে আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ ও বাংলাদেশের ক্ষেপুপাড়াতে। উপকূলের দুই এলাকার মাঝে আছড়বে পড়বে এই বুলবুল। 

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১শ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্য সাগর উত্তাল হয়ে উঠেছে। 

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। পূভাবাসে বলা হয়েছে এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে প্রবল জলোচ্ছাসের আশঙ্কা ৷

No comments

close