খুলনা-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ - Jashore24.com

শিরোনাম

খুলনা-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ

খুলনা-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ
খুলনা-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ 


নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে খুলনা ও কুষ্টিয়া থেকে বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আজ (সোমবার)সকালে ধর্মঘটে যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়েছেন। তবে কুষ্টিয়া-ঢাকা রুটে বাস চলাচল করছে। 


খুলনার পরিবহন শ্রমিকদের দাবি, নতুন সড়ক পরিবহন আইন কয়েকটি ধারায় সংশোধনের পর এটি কার্যকর করা হোক। সরকারের বিভিন্ন দপ্তরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে খুলনায় সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশন বর্ধিত সভা ডেকেছে। সভার সড়ক পরিবহন আইন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়েই কথা হবে।



এছাড়া খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মে. নুরুল ইসলাম বলেন, নতুন পরিবহন আইনে কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। এত টাকা দেওয়ার সামর্থ্য শ্রমিকদের নেই আর তাই বাস চালিয়ে তাঁরা জেলখানায় যেতে চান না। শ্রমিকরা ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডের ভয়ে গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছেন। তাঁদের সঙ্গে কোন আলোচনা না করেই তাঁরা এসব করা হচ্ছে।



এদিকে কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল হক বলেন, রাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, আজ (সোমবার) নতুন সড়ক আইন প্রয়োগ হবে। এ জন্য আতঙ্ক নিয়ে সড়কে বাস চালাবেন না।

No comments

close