বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়-বান কি মুন - Jashore24.com

শিরোনাম

বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়-বান কি মুন

বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়-বান কি মুন


নিজস্ব রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার অবহেলা করছে মন্তব্য করে দেশটির সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। সকালে, রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের গৃহীত পদক্ষেপ যথেষ্ঠ নয়। 





একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার রাতে ঢাকা আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শনিবার সকালে, রাজধানীর একটি হোটেলে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবলা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে অভাবনীয় সাফল্য রাখায় বাংলাদেশের ভুঁয়সী প্রশংসা করেন তিনি। 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বান কি মুন বলেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের সমাধান করা সম্ভব নয়। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। 

চলমান সংকট সমাধানে মিয়ানমার গাফিলতি করছে জানিয়ে, দেশটির সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বান কি মুন। 

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বুঝিয়ে নিজ দেশে ফেরত নিতে মিয়ানমার সরকারকে আরও স্বচ্ছতার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। একই সাথে সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের আহ্বানও জানান বান কি মুন। এসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশী সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে এ বিষয়ে আরো কাজ করতে হবে বলেও মনে করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

No comments

close