ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল
ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ ৯ উইকেটের জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১'শ ৬৪ রান তোলে হংকং। বাংলাদেশ ইমার্জিং দলের সুমন খান ৪ ও মেহেদী হাসান ২ উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের জোড়া অর্ধ শতকে ২৪ ওভার ১ বলেই জয়ের দেখা পায় বাংলাদেশ। সৌম্য সরকার সর্বোচ্চ ৮৪ রানে অপরাজিত থাকেন।
এছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম করেন ৫২ রান। ১৬ নভেম্বর বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
No comments