লবনের বেশি দাম নেয়ায় বিভিন্ন জায়গায় জরিমানা, বেশ ক’জন আটক
লবনের বেশি দাম নেয়ায় বিভিন্ন জায়গায় জরিমানা, বেশ ক’জন আটক |
লবণের দাম বেড়েছে এমন গুজবে দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির ঘটনা ঘটেছে। রাজশাহীতে গুজবে কান দিয়ে অতিরিক্ত লবণ মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
বেশি দামে লবন বিক্রির অভিযোগে ঠাকুরগাঁও ও নেত্রকোনায় তিন ব্যবসায়ীকে জরিমানাসহ আটক করেছে পুলিশ। এছাড়া নেত্রকোনায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গাইবান্ধায় অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও লবনের দাম বেশি রাখায় লালমনিরহাটে ৬ জনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, কুমিল্লায় লবনের বৃদ্ধি ও সংকটের গুজব প্রতিরোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজগঞ্জ ও চকবাজারের পাইকারী ও খুচরা দোকানগুলোতে এই অভিযান চালানো হয়। এ সময় প্রত্যেক দোকানদারকে এক কেজির বেশী লবন বিক্রি না করার অনুরোধ করা হয়। নগরীর বিভিন্ন দোকানে লবন কিনতে ক্রেতাদের ভীড় দেখা গেছে। তবে নগরীর দোকানগুলোতে ন্যায্য মূল্যেই লবন বিক্রি হচ্ছে।
কুমিল্লায় লবনের গুজব প্রতিরোধে জরুরী সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বগুড়ায় লবণ নিয়ে গুজবে, লবণ কেনার ধুম পড়েছে। পেঁয়াজের পর মাদারীপুরে লবনের দাম বাড়ার গুজবে অতিরিক্ত দামে লবন বিক্রির হিড়িক পড়েছে।
No comments