বছরের প্রথমদিন স্কুলের শিক্ষার্থীরা পাবে নতুন বই - Jashore24.com

শিরোনাম

বছরের প্রথমদিন স্কুলের শিক্ষার্থীরা পাবে নতুন বই

বছরের প্রথমদিন স্কুলের শিক্ষার্থীরা পাবে নতুন বই
বছরের প্রথমদিন স্কুলের শিক্ষার্থীরা পাবে নতুন বই

নতুন বছরের প্রথমদিন স্কুলের শিক্ষার্থীদের হাতে এবার তুলে দেয়া হবে ৩৫ কোটি ৩৬ লাখ নতুন পাঠ্যবই। এসব বই ছাপার কাজ প্রায় শেষ। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানোও শুরু হয়েছে। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে ছাপা হচ্ছে ১ লাখ ৭৩ হাজার বই। 


প্রতিবছর সরকার বিনামূল্যে স্কুল পর্যায়ে প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণীর সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২০ সালের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার কাজ চলছে। এবার প্রাক প্রাথমিক পর্যায়েও বিনামূল্যে বই পৌঁছে দেয়া হবে। প্রেসগুলোতে বিরামহীন চলছে নতুন বই ছাপা ও বাঁধাইয়ের কাজ।




এ বছর সারাদেশে ৩০৮টি প্রেসে নতুন পাঠ্যবই ছাপার কাজ চলছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, বগুড়া ও নোয়াখালীতে ছাপা চলছে পাঠ্যবই। এরইমধ্যে ২২ কোটি নতুন বই ছাপা শেষে পাঠানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

দুটো প্রেসের ছাপানো পাঠ্যবই পাঠাতে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো আবার নতুন করে ছাপাতে হচ্ছে বলে জানান এনসিটিবির এই সদস্য।

প্রেসগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব বই ছাপানো শেষ করার সময় বেঁধে দিয়েছে এনসিটিবি।

No comments

close