খুলনায় পরিবহন ধর্মঘট অব্যাহত, গাজীপুরে সড়ক অবরোধ - Jashore24.com

শিরোনাম

খুলনায় পরিবহন ধর্মঘট অব্যাহত, গাজীপুরে সড়ক অবরোধ

খুলনায় পরিবহন ধর্মঘট অব্যাহত, গাজীপুরে সড়ক অবরোধ
খুলনায় পরিবহন ধর্মঘট অব্যাহত, গাজীপুরে সড়ক অবরোধ

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর না করতে চাপ অব্যাহত রেখেছেন পরিবহন শ্রমিকরা। আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন রুটে আজও বাস চলাচল বন্ধ রেখেছে তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

কার্যকর হওয়া নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সারাদেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।



গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-মমনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করেন তারা।

রোববার দুপুর থেকে যশোরের ১৮টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা বলছেন অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। একই দাবিতে ঝিনাইদহে মটর শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

সোমবার সকাল থেকে খুলনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মবিরতি পালন করছেন পরিবহণ শ্রমিকরা। একই দাবিতে সাতক্ষীরা, নড়াইল ও হিলির অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। তবে দুরপাল্লার বাস-ট্রাক চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় টার্মিনালে এসে আটকা পড়েছেন যাত্রীরা। এ ব্যাপারে দ্রæত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

No comments

close