এসএমএসে পাসপোর্ট 'ভেরিফিকেশনের' তথ্য পাবেন গ্রাহকরা - Jashore24.com

শিরোনাম

এসএমএসে পাসপোর্ট 'ভেরিফিকেশনের' তথ্য পাবেন গ্রাহকরা

এসএমএসে পাসপোর্ট 'ভেরিফিকেশনের' তথ্য পাবেন গ্রাহকরা
এসএমএসে পাসপোর্ট 'ভেরিফিকেশনের' তথ্য পাবেন গ্রাহকরা

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স প্রতিবেদন শেষ হলে আবেদনকারীকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় জানিয়ে দেয়া হবে। আবেদনকারীর সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার আব্দুর ওয়ারিশ। 


পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সেবা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন ও বিভিন্ন বিষয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনেকেই আবেদন করেন। পুলিশ তা দ্রুত সময়ে সম্পন্ন করলেও আবেদনকারী তা জানতে পারেন না। এতে অনেকেই মনে করেন কাজ শেষ করতে বিলম্ব হয়েছে।


এখন থেকে ক্লিয়ারেন্স ও ভেরিফিকেশন সম্পন্ন হলে তা বিশেষ শাখা থেকে কোন তারিখ, কোন স্মারকে সংশ্লিষ্ট পাসপোর্ট কার্যালয়ে পাঠানো হয়েছে তা আবেদনকারীকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

সম্প্রতি পাসপোর্টে আবেদনকারীদের তথ্য যাচাইয়ে তদন্তকারীদের জন্য সিএমপির বিশেষ শাখা থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়।

No comments

close