কেরানীগঞ্জে আগুনে নিহত ১; গুরুতর দগ্ধ ৩৪ - Jashore24.com

শিরোনাম

কেরানীগঞ্জে আগুনে নিহত ১; গুরুতর দগ্ধ ৩৪

কেরানীগঞ্জে আগুনে নিহত ১; গুরুতর দগ্ধ ৩৪  

ঢাকার কেরাণীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে মারা গেছে একজন, দগ্ধ হয়েছে ৩৪ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানান, এই ব্যক্তিদের সর্বনিম্ন ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। 

আজ (বুধবার) বিকেল ৪টার দিকে কেরাণীগঞ্জের হিজলতলী বাজারে প্রাইম পেট এন্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার বলেন, আগুনের সূত্রপাত গ্যাসের সিলিন্ডার থেকে। কারখানায় প্রায় ২০০-২৫০ জন শ্রমিক ছিলেন। একজন নিহত হয়েছেন।

আহতদের পুলিশ, র‍্যাব ও এলাকাবাসী উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিক আলম হোসেন বলেন, বিকেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে যায়।তাদের সাথে কাজকরা ৩/৪ জন শ্রমিক কারখানার মধ্যে আটকা পড়ে আছে। আগুনের লেলিহানে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

চুন কটিয়া এলাকার বাসিন্দা ফারুক আহমেদ বলেন, এর আগে একই কারখানায় দুইবার আগুন লাগে। প্রতিবছর কারখানায় আগুনের ঘটনা রহসজনক। এ নিয়ে তিনবার আগুনের ঘটনা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই কারখানা আরেক দফা আগুন লেগেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটলো।

No comments

close