গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ
গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ |
গ্রাম পুলিশের চাকুরি সরকারিকরণের নির্দেশ দিয়েছেন উচ্চআদালত। একইসঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের চতুর্থ শ্রেণির স্কেলের সমমর্যাদায় বেতন-ভাতা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
আজ (রোববার) বিকেলে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবীর পল্লব জানিয়েছেন, রায়ের ফলে দেশের ৪৭ হাজার গ্রাম্য পুলিশ বাড়তি সুযোগ-সুবিধা পাবেন। শুধু তাই নয়, রায় অনুযায়ী পদক্ষেপ নেয়া হলে তাদের জীবনমানে আগের চাইতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ ফিরবে।
No comments