যশোরে মৃদু শৈত্য প্রবাহ, চলবে আরও কয়েকদিন - Jashore24.com

শিরোনাম

যশোরে মৃদু শৈত্য প্রবাহ, চলবে আরও কয়েকদিন

যশোরে মৃদু শৈত্য প্রবাহ, চলবে আরও কয়েকদিন

পৌষের একেবারে শুরুতেই এবার তাপমাত্রার পারদ অনেক নিচে নেমেছে। ফলে যশোরসহ আশপাশের জেলায় শীত পুরোদমে জেঁকে বসেছে। ভোরের পাশাপাশি রাতের বেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়া বইতে আরম্ভ করায় দিনের বেলাতেও শীতের কমতি নেই। কারণ সূর্যটাও দিনের বেশির ভাগ সময় নিস্তেজ হয়ে থাকছে। কোন সময় সূর্যের দেখাও মিলছে না। এতে দিনের বেলাতেও কনকনে শীত পড়ছে। 


বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপামাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এদিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাস বলছে, যশোরসহ দেশের আরো কয়েকটি জেলায় এই মৃদু ধরণের শৈত্য প্রবাহ আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে সহসাই কমছে না শীতের এই দাপট। পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাতের শেষ দিকে দেশের কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাসের পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত দুই দিন ধরে যশোরে হিমেল হাওয়ার সাথে তীব্র ঠান্ডা পড়ায় জনজীবনে এক ধরনের ছন্দপতন ঘটেছে। দিনের বেলায় বিশেষ করে খুব সকালের দিকে শহরের পথে ঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। রাতের বেলাতেও কাজ সেরে মানুষজন তাড়াতাড়ি ঘরে ফিরতে শুরু করছেন।

এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের মার্কেটপাড়ায় গরম কাপড় কেনার ভিড় বেড়েছে। নতুনের পাশাপাশি পুরাতন শীত পোশাকের দোকানেও ভিড় জমিয়ে কেনাকাটা চলছে। কালেক্টরেট মার্কেট, মুন্শি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) ঘুরে দেখা গেছে, মৌসুমি শীতের পোশাকের দোকানগুলোয় হাকডাক ছেড়ে সোয়েটার, জ্যাকেট, উলের টুপি, হাতমোজা বিক্রি হচ্ছে। শীত পড়ার সুযোগে ব্যবসায়ীরা দামও একটু বেশি নিচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন।

--------------------------------------------------------------------------------

বিকাশ একাউন্টে ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন !!নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! - প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস

No comments

close