বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী - Jashore24.com

শিরোনাম

বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। আজ (বৃহস্পতিবার) সকালে যশোরে বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুঁচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি এই বাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের স্বাধীনতা, সার্বোভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। চেইন অফ কমান্ড মেনে চলতে ও অধিনস্তদের প্রতি সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, 'সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধনস্তদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন।

সশস্ত্র বাহিনীর উন্নয়নের বঙ্গবন্ধুর স্বপ্ন ও আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর সরকার গঠন করি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিমান বাহিনীর উন্নতির পদক্ষেপ নেয়। ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন কিনি। বিমান বাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। এখন বিমান বাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকস। ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।'

অনুষ্ঠানের প্রথমেই কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন কমিশনপ্রাপ্ত ১০৪ জন ক্যাডেটকে ব্যাজ পড়িয়ে দেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী যশোরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

No comments

close