বর্নাঢ্য র‍্যালি এবং রক্তদান ক্যাম্পেইন এর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করলো ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন - Jashore24.com

শিরোনাম

বর্নাঢ্য র‍্যালি এবং রক্তদান ক্যাম্পেইন এর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করলো ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন


নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী কে পরাজিত এবং বাংলার মাটি থেকে উৎখাত করে চুড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই এই দিনটি প্রত্যেকটি বাংলাদেশীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।




প্রতিষ্ঠিত হওয়ার পর "ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন " এর এটাই প্রথম বিজয় দিবস উদযাপন। তাই সংগঠন এর সকল সদস্যদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো। সকাল সাড়ে আটটায় ( ৮ঃ৩০) শহরের প্রানকেন্দ্র দড়াটানা, সদর হাসপাতাল গেট থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন স্থান ঘুরে জিরো পয়েন্ট জর্জকোট মোড়ে গিয়ে থামে। সেখানে গিয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা করা হয়। একই সাথে চলতে থাকে ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সিলভিয়া জাহান এর উপস্থাপনায়, জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসিব এবং রক্তদান বিষয়ক সম্পাদক মাসুদ হাসান রিফাজ এর পরিচালনায় কার্যক্রমটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলতে থাকে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, বাচ্চা- বৃদ্ধ সহ প্রায় সকল শ্রেণী-পেশা র মানুষ সংগঠন এর এই সেবা গ্রহণ করে। ৫ সদস্যবিশিষ্ট মেডিকেল টিম এর সাথে ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল সদস্য এ সময় সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত ছিলো।



কর্মসূচি চলাকালীন সময়ে সংগঠন এর পক্ষ থেকে ৪ জন রোগীকে রক্তদান করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত আনুমানিক প্রায় ২০০ ব্লাড গ্রুপ টেস্টিং সমপন্ন হয়। এর মধ্যে অধিকাংশরাই পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছাপোষণ করেছেন এবং সেই উদ্দেশ্যে ফরম পূরণ করেছেন। সংগঠন এর সদস্যদের আন্তরিকতা আর ভালবাসায় সফলভাবে ক্যাম্পেইন শেষ হয়। সংগঠন এর পক্ষে সাব্বির, মুন্না, জাবেদ, সিলভিয়া, রনি, রাইসুল, শুভ, আইরিন, হাসিব, রিফাজ, মারিয়া, জহিরুল, আইয়ুব, আনোয়ার, শাকিল, শাওন এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এবং সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদ ইমাম মুঠোফোনের মাধ্যমে সকল কর্মসূচির দিকনির্দেশনা দেন । বিজয়ের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এই কামনায় এবং সবার জন্য সুন্দর জীবনের সন্ধানে ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল সদস্যবৃন্দ।

No comments

close