গাজীপুরে কারখানায় আগুন, ১০ জন নিহত
গাজীপুরে কারখানায় আগুন, ১০ জন নিহত |
গাজীপুরে একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার কেশরিতা এলাকার লাক্সারি ফ্যান কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের, কেশরিতা এলাকায় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে লাক্সারি নামের একটি ফ্যান কারখানায় আগুন লাগে। কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগে দ্রুতই তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে ছুটে যায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শিরা বলছেন, আগুনের লাগার পর ভবনে থাকা মানুষেরা দিশেহারা হয়ে ছোটাছুটি করতে শুরু করে। এসময় কিছু মানুষ বের হতে পারলেও ভেতরে আটকা পরেন অনেকে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানালেন, আগুন নেভানোর পর কারখানার ভেতর থেকে ১০ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ভবনের যে অংশে আগুন লেগেছিলো সেখান থেকে বের হওয়ার সুযোগ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
কারখানাটি তিনতলা হলেও দোতলা পর্যন্ত পাকা। তৃতীয় তলায় টিনের শেড দিয়ে বাড়তি অংশ নির্মাণ করা হয়। যা পুরোটাই পুড়ে গেছে।
No comments