রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশে গাম্বিয়ার পক্ষে স্লোগান
রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশে গাম্বিয়ার পক্ষে স্লোগান |
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গা নারী-পুরুষরা। রোহিঙ্গাদের পক্ষ নিয়ে মামলাকারী দেশ গাম্বিয়াকে সমর্থন জানিয়ে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা সমাবেশ ও দোয়া মাহফিল করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ও দুপুরে অনুষ্ঠিত এসব সমাবেশে 'গাম্বিয়া' 'গাম্বিয়া' স্লোগানে মুখরিত করে তুলেছে রোহিঙ্গারা। এছাড়াও মিয়ানমারের সেনাদের বিচার দাবিতে বিভিন্ন ক্যাম্পে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার শুনানি নেদারল্যান্ডের হেগে শুরু হয়েছে আজ। এজন্য রোহিঙ্গাদের পক্ষ নিয়ে মামলাকারী দেশ গাম্বিয়াকে সমর্থন জানিয়ে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা সমাবেশ ও দোয়া মাহফিল করেছে।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার ফজরের নামাজ শেষে উখিয়া বালুখালী ক্যাম্পের পাহাড়ের ঢালে জড়ো হতে শুরু করে রোহিঙ্গারা। পরে সেখানে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শত রোহিঙ্গা সমবেত হয়। এ সময় তারা ওআইসি'র কাছেও মিয়ানমারের বিচার দাবি করেছে।
এছাড়া টেকনাফের লেদা, জাদিমুরো, উখিয়ার বালুখালী, জামতলী, লম্বাশিয়া, মধুরছড়া ও সীমান্তে শূন্যরেখায় দোয়া মাহফিল করে মিয়ানমারের শাস্তি চেয়েছে রোহিঙ্গা। তবে কিছু ক্যাম্পের খোলা জায়গায় জড়ো হয়ে সমাবেশ করেছে তারা।
এ সময় তারা রাখাইনে সেনাবাহিনীকে রোহিঙ্গাদের ওপর সংঘঠিত গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ সব অপরাধের শাস্তি দেয়ার দাবি জানায়।
আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করছে গাম্বিয়া। ১১ ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর এক সঙ্গে দু'দেশের শুনানি হবে।
No comments