স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন - Jashore24.com

শিরোনাম

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন

স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন
স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন 

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১১ টায় স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ সেখানে নেয়া হয়। সকাল ৯টা থেকেই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন সাধারণ মানুষ, বিশিষ্টজন ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। 

আর্মি স্টেডিয়ামে মরহুমকে শ্রদ্ধা জানাতে ব্রাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। দুপুর ১টায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও উন্নয়ন খাতের কিংবদন্তীসম ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। বর্ণাঢ্য জীবনে তিনি কাজ করেছেন দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে নিয়োজিত করেন দারিদ্র্য দূর করার মহান ব্রতে।

এ বছর ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন স্যার ফজলে হাসান আবেদ। পরে তাঁকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়।

কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। ব্রিটেনের রাণী প্রদত্ত নাইটহুড উপাধি পান তিনি। এছাড়াও তিনি র‌্যামন ম্যাগসাইসাই, ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, স্প্যানিশ অর্ডার অফ সিভিল ম্যারিট এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজসহ বহু আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন।

--------------------------------------------------------------------------------

বিকাশ একাউন্টে ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন !!নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! - প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস

No comments

close