ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশীদের তালিকা চাইবো: পররাষ্ট্রমন্ত্রী - Jashore24.com

শিরোনাম

ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশীদের তালিকা চাইবো: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশীদের তালিকা চাইবো: পররাষ্ট্রমন্ত্রী
ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশীদের তালিকা চাইবো: পররাষ্ট্রমন্ত্রী

যারা বাংলাদেশের নাগরিক না, তবুও ভারতে প্রবেশ করেছে তাদের ফেরৎ আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। 

আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব বিল পাস হয়েছে। ফলে অনেকে দেশছাড়াও শুরু করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না। তবে ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাইবে বাংলাদেশ। দালালদের মাধ্যমে বাংলাদেশে কিছু অনুপ্রবেশ ঘটছে। তবে নাগরিক নয়, কেউ বাংলাদেশে থাকার উদ্দেশে এলে তাকে ফেরত পাঠানো হবে।

এদিকে, রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে।

No comments

close