যশোরে তীব্র শীতে সাথে যোগ হল বৃষ্টি
বৃষ্টিতে ভিজল যশোর |
গত এক সপ্তাহ ধরে যশোরে তীব্র শীত। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। অবশ্য গত তিনদিন ধরে তাপমাত্রা বেড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে উঠলেও শীতের তীব্রতা কমেনি। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আকস্মিক বৃষ্টিতে তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। এতে বিপাকে পড়েন খেটে খাওয়া সাধারণ মানুষ। সে সাথে পথঘাট কর্দমাক্ত হয়ে যাওয়ায় চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, এভাবে যে বৃষ্টি হবে আমরা আসলে কেউই বুঝতে পারিনি। রাস্তাঘাটে চলতে অসুবিধা হচ্ছে।
স্থানীয় এক শ্রমিক বলেন, গত পাঁচ সাতদিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা এখানে। শীত কুয়াশার জন্য মানুষ বাইরে বের হতে পারছে না। তারওপর আবার আজ বৃষ্টি হলো।
এদিকে বৃষ্টির কারণে এ অঞ্চলের সবচে বড় সবজির হাট সাতমাইলে জমেনি হাট। খুব কম কৃষকই সবজি নিয়ে হাটে আসেন। তারা বলছেন, ফলন কম হওয়ায় এবার কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না তারা।
অবশ্য কৃষি বিভাগ বলছে, এবছর সবজির দাম ভালো থাকায় কৃষকরা লোকসানে নয় লাভজনক অবস্থানেই রয়েছে।
No comments