অতিরিক্ত জন্মনিয়ন্ত্রক পিল সেবনে স্তন ক্যানসারের ঝুঁকি - Jashore24.com

শিরোনাম

অতিরিক্ত জন্মনিয়ন্ত্রক পিল সেবনে স্তন ক্যানসারের ঝুঁকি

অতিরিক্ত জন্মনিয়ন্ত্রক পিল সেবনে স্তন ক্যানসারের ঝুঁকি
অতিরিক্ত জন্মনিয়ন্ত্রক পিল সেবনে স্তন ক্যানসারের ঝুঁকি 

গর্ভধারণ নিয়ন্ত্রণের রাখতে নারীরা যে পিল বা ট্যাবলেট খেয়ে থাকেন তা হরমোনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে অনেক। সম্প্রতি জন্মনিয়ন্ত্রক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে গবেষকরা জানিয়েছেন অতিরিক্ত মাত্রায় জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট সেবন করার ফলে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

চিকিৎসকদের মতে সাধারণত ৪০ বছরের কম বয়সী মেয়েদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি কম থাকে। তবে সম্প্রতি মার্কিন গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন জন্মনিয়ন্ত্রক পিল সেবনের ফলে নারীদের ৫০ শতাংশ পর্যন্ত স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যেতে পারে।

গবেষণার জন্য দলটি ১১'শ জন ক্যান্সার আক্রান্ত রোগীর উপর পরীক্ষা চালিয়েছেন। এতে দেখা যায় অতীতে বা বর্তমানে যারা জন্মনিরোধন ট্যাবলেট সেবন করেছেন, তাঁদের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি নারীর মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এই ওষুধ খাওয়া বন্ধ করার পর প্রায় ১০ বছর পর্যন্ত স্তন ক্যান্সারের কোনও লক্ষণ পরিলক্ষিত হয় না।

এছাড়া ইস্ট্রোজেন কম পরিমাণে সেবন করলে এ ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি কম থাকে বলে দাবি করেন গবেষকরা। ওষুধ সেবনের ক্ষেত্রে যারা বিধি নিষেধ মেনে চলেন এমন ২১,৯৫২ জন রোগীর মধ্যে এগারশ দুই জনের (১,১০২) উপর টানা ১০ বছর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছেন মার্কিন গবেষণা দলটি।

আমেরিকার 'ফ্রেড হোচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টার'- এর গবেষকরা বলছেন, স্তন ক্যান্সার সাধারণত খুব কম লোকের হয়ে থাকে। তবে নারীদের বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রক ওষুধ সেবন এবং এই ট্যাবলেট যারা বেশি সেবন করেন, তাঁদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেশি। ফলে জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট সেবনের মাত্রা ও বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণের ফর্মুলেশন নিয়ে সতর্ক হওয়া অত্যন্ত জরুরী বলে মনে করেন তারা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৩০ বছরে ইস্ট্রোজেনের কম্বাইন্ড পিল-এর মাত্রা অনেকটাই কমানো হয়েছে। তবে ইস্ট্রোজেনের মাত্রা কত হলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে বা একই থাকে গবেষকরা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি গবেষক দলটি। এ নিয়ে আরো গবেষণা করা প্রয়ো জন বলে মনে করেন তারা। তবে দলটির গবেষণায় দেখা গেছে ইস্ট্রোজেন বার্থ কন্ট্রোল কম্বাইন্ড পিল সেবনের ফলেম স্তন ক্যান্সারের ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে।

======================================================================
বিকাশ একাউন্টে ফ্রি ১৫০ টাকা বোনাস নিয়ে নিন !!নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! - প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস

No comments

close