যশোর রোডে ফুটওভার ব্রিজের নিচে আটকা পড়লো উড়োজাহাজ
যশোর রোডে ফুটওভার ব্রিজের নিচে আটকা পড়লো উড়োজাহাজ |
ফুটওভার ব্রিজের নিচে আটকা পড়েছে একটি পরিত্যক্ত উড়োজাহাজ। আকস্মিক এ কাণ্ডে আশপাশে থাকা লোকজনও হতভম্ব হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর রোডে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিমানটিকে সার্ভিস রোড দিয়ে নেয়ার সময় এমন বিপত্তি ঘটে। পথ দিয়ে গাড়ি আর পথচারীরা যাওয়ার পথে বিমানটি দেখতে সবাই দাঁড়িয়ে যান। পাশাপাশি এলাকাবাসীও ভিড় জমান। ওই ট্রেলারের চাকা খুলে কিছুটা নিচু করলেও ওই ব্রিজের নিচ দিয়ে বিমানটি নিয়ে যাওয়া কার্যত সম্ভব নয়। এ কারণে আপাতত রাস্তার পাশে বিমানসহ ট্রেলারটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, কলকাতা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ বিমান। দীর্ঘদিন ধরে ডাক পরিষেবার কাজে ব্যবহার হওয়ার পরে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বেসরকারি সংস্থা ওই বিমানটি কিনে নেয়। মূলত অত্যন্ত উন্নত মানের অ্যালুমিনিয়াম দিয়ে বিমানের বাইরের অংশ তৈরি হয়। ওই অ্যালুমিনিয়ামের দাম খুব বেশি। সেই অ্যালুমিনিয়াম অন্য কাজে ব্যবহারের জন্যই কিনেছে ওই বেসরকারি সংস্থা। এরপর ওই সংস্থার কারখানায় নিয়ে যাওয়ার জন্য গত শনিবার দমদম বিমানবন্দর থেকে বের করা হয় বিমানটি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেন গেটের কাছে জিটি রোডের ওপর ওভারব্রিজে আটকে যায় পেল্লাই ওই বিমানটি।
No comments