আজ থেকে শুরু যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। - Jashore24.com

শিরোনাম

আজ থেকে শুরু যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান।

যশোর ক্যান্টনমেন্ট কলেজের পুনর্মিলনী ২৮-২৯ ডিসেম্বর 

'এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে'— এই স্লোগান নিয়ে ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষে গতকাল সোমবার কলেজে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 




সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ইকবাল কবীর মোগল, সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ইকবালুর রশিদ শাহীন, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে রাব্বি মোপাসা প্রমুখ।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠান উদ্বোধন করবেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

No comments

close