শৈত্যপ্রবাহ অব্যাহত, জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা
শৈত্যপ্রবাহ অব্যাহত, জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা |
প্রচন্ড শীতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত। এই শৈতপ্রবাহ আরো দু'একদিন থাকবে বলে জানিয়েছে আবহওয়া অফিস। আর জানুয়ারির প্রথমদিকে আবারো বৃষ্টি হতে পারে।
হিমালয়ের শীতল বাতাসে উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ জায়গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীর পাশাপাশি শীতের তীব্রতা বেড়েছে মধ্যাঞ্চলেও। রাতের তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আরো দুই-একদিন থাকবে। জানুয়ারির প্রথমদিকে বৃষ্টির পাশাপাশি আবারো শৈত্যপ্রবাহের পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়, রোববার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতে এইসব অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।
দিনাজপুরে ৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস এবং ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। শৈত্যপ্রবাহের কারনে বিপর্যস্ত হয় পড়েছে মানুষের স্বাভাবিক জনজীবন।
শীতের তীব্রতা বেড়েছে রাজশাহী ও নাটোরে। ঠান্ডা বাতাস আর কুয়াশায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের।
শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশায় সড়ক ও নৌ-যান চলাচলে ব্যাহত হচ্ছে।
কয়েক দিনের টানা ঘন কুয়াশা গাইবান্ধার চরাঞ্চলের প্রধান শস্য ভুট্টা ক্ষেতসহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। এদিকে মেহেরপুরেও ঠান্ডা আর কুয়াশার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বোরো বীজতলা।
No comments