প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার
প্রস্তুতি চলছে বিশ্ব ইজতেমার |
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারী শুরু হবে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ৫ জানুয়ারীর মধ্যেই সকল প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব হবে জানুয়ারির ১০ তারিখ (শুক্রবার) থেকে। পুরোদমে চলছে ইজতেমা ময়দান প্রস্তুতির কাজ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ছামিআনায় ঢেকে দেওয়া হয়েছে ইজেতেমা ময়দান।
সম্প্রতি ইজতেমার প্রস্তুতির কাজ পরিদর্শনে আসেন মোহাম্মদ জয়নুল বারী। পরিদর্শন শেষে তিনি জানান, ইতিমধ্যে ইজতেমা মাঠের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন বিদ্যুৎ সংযোগ ও রাস্তা সংস্কারের কাজ চলছে। ৫ জানুয়ারির মধ্যেই ইজতেমার সব প্রস্তুতি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইজতেমা ময়দানে দায়িত্বপ্রাপ্ত মুরুব্বী ইঞ্জিনিয়ার মাহফুজুল হাসান হান্নান, ঢাকা বিভাগীয় কমিশনারকে জানান ইজতেমা ময়দানের পশ্চিম পাশে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে ময়দানে মুসল্লিদের চলাচলে বিঘœ ঘটবে। দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তিনি।
No comments