ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে এবার ঝিকরগাছায় ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন
![]() |
ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে এবার ঝিকরগাছায় ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন |
নিজস্ব প্রতিবেদকঃ 'রক্ত দিন জীবন বাচান ' এই স্লোগান কে সামনে রেখে একের পর এক ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন। আর প্রত্যেকটি ক্যাম্পেইন থেকেই খুজে নিচ্ছে স্বেচ্ছায় রক্তদাতা।
এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি তারিখে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ডহরমাগুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপ টেস্টিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত কার্যক্রম চলতে থাকে। সকাল ৯ঃ৪৫ মিনিটে যশোর-২ আসনের মাননীয় সাংসদ ডঃ নাসির উদ্দীন (এমপি), র উপস্থিতিতে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাননীয় এমপি মহোদয়ের কনিষ্ঠ ভ্রাতা শফি এবং ডহরমাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। উদ্বোধন এর পর-পরই কার্যক্রম শুরু হয়। সারাদিনে প্রায় ৬০০ ব্যাক্তির ব্লাড গ্রুপিং করা হয়। যার মধ্যে শিশু, কিশোর থেকে শুরু করে যুবক, বৃদ্ধ সকল বয়সের লোকই ছিলো। ব্লাড গ্রুপিং এর পাশাপাশি এসময় থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদ ইমাম।
এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সংগঠন এর রক্তদান বিষয়ক সম্পাদক মাসুদ হাসান রিফাজ, উপস্থাপক সিলভিয়া জাহান, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক আরমান হোসেন, আবু হুরায়রা সহ অন্যন্য সদস্যবৃন্দ। এসময় থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার চালানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানানো হয়। পরবর্তীতে এসকল কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাবে এমনটাই জানিয়েছেন সংগঠন এর সভাপতি।
প্রতিবেদকঃ মোঃ হাসিবুর রহমান হাসিব
No comments