ইসমত আরা সাদেক আর নেই
![]() |
ইসমত আরা সাদেক আর নেই |
যশোর-৬ আসনের সংসদ সদস্য এবং সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গতকাল (সোমবার) বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই সংসদ সদস্য।
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইসমত আরা সাদেক। ২০১৪ সালের ১২ জানুয়ারিতে তাকে আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
পরে একই বছরের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় নির্বাচনে একই আসন থেকে তিনি পুনরায় নির্বাচিত হন।
এদিকে ইসমত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments