করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৩২০০
করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৩২০০ |
করোনা ভাইরাসে বিশ্বে একদিনে সর্বোচ্চ ৩ হাজার দুইশ' জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়ালো। বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় ৬লাখ।
ভাইরাসে ইতালিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনে দেশটিতে আরো ৯১৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮জন। এরমধ্যে চিকিৎসাধীন ৬৬ হাজার ৪১৪। যাদের মধ্যে তিন হাজার জনের অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯৫০জন।
স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ৭৭৩ জন। এনিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রে একদিকে ৪শ' জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন আক্রান্ত প্রায় ১৮ হাজার। মোট আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে।
এছাড়া, ২৪ ঘন্টায় ফ্রান্সে ২৯৯, যুক্তরাজ্যে ১৮১, ইরানে ১৪৪, নেদারল্যান্ডে ১১২, জার্মানিতে ৮৪, বেলজিয়ামে ৬৯, সুইজারল্যান্ডে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী পর এবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এরআগে, শুক্রবার নিজের করোনা ভাইরাসের আক্রান্তের খবর নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভাইরাস মোকাবেলায় দুই লক্ষ কোটি ডলারের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী সুরক্ষা সামগ্রীর চরম সঙ্কট রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
No comments