করোনা ছড়ালো দেড় শতাধিক দেশ ও অঞ্চলে
করোনা ছড়ালো দেড় শতাধিক দেশ ও অঞ্চলে |
বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সংক্রমন শুরুর পর থেকে আড়াই মাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণহানির সংখ্যা ৫ হাজার ৮শ'র বেশি।
চীনে উৎসস্থল হলেও বর্তমানে করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু ইউরোপ। প্রতিদিনই ইউরোপের দেশগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতালিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এনিয়ে দেশটিতে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি হলো। আর আক্রান্ত ২০ হাজারের বেশি।
স্পেন ও ফ্রান্সে শঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় প্রায় অবরুদ্ধ দশা দেশগুলোতে। যুক্তরাষ্ট্রেও বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছে সেখানে। আর প্রাণহানির সংখ্যা অর্ধশতাধিক।
ভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইউরোপের ২৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলো দেশটি।
No comments