করোনাভাইসাস প্রতিরোধে যশোরে লিফলেট বিতরণসহ প্রচার অব্যাহত - Jashore24.com

শিরোনাম

করোনাভাইসাস প্রতিরোধে যশোরে লিফলেট বিতরণসহ প্রচার অব্যাহত

করোনাভাইসাস প্রতিরোধে যশোরে লিফলেট বিতরণসহ প্রচার অব্যাহত

যশোর প্রতিনিধি

করোনাভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে যশোর জেলাব্যাপী লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালাচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ নিজে বিভিন্ন উপজেলায় গিয়ে জনগণকে সতর্ক করছেন। এছাড়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীরাও জেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

করোনাভাইসাস প্রতিরোধে যশোরে লিফলেট বিতরণসহ প্রচার অব্যাহত

ব্র্যাক যশোর অঞ্চলের মাইক্রোফাইন্যান্স, গর্জে উঠো, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর পৌরসভা অব্যাহতভাবে জনসচেতনামূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে। এজন্য অন্য সময়ের চেয়ে গেল এক সপ্তাহ জেলার মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশকের দোকানেও ভিড় লক্ষ্য করা গেছে।

ব্র্যাক যশোর অঞ্চলের মাইক্রোফাইন্যান্সের রিজিওনাল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে মুক্তির উপায় হলো জনসচেতনা। এজন্য ব্র্যাক যশোরের প্রতি গ্রামে জনসচেতনমূলক লিফলেট বিতরণ করছে। সোমবার সকালে শহরের চাঁচড়া এলাকায় তারা লিফলেট বিতরণ করেছেন। জেলা সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাস ও আরএম মনিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা আলাদা গ্রুপে প্রচারণা চালিয়েছেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, জেলা প্রশাসন নানা বার্তা দিয়ে জনগণকে সতর্ক করছে। দেশে প্রত্যাগতদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়ে মনিটরিং করছেন।


তবিবর রহমান
যশোর ২৩.৩.২০২০

No comments

close