চট্টগ্রামেই তৈরি হচ্ছে পিপিই - Jashore24.com

শিরোনাম

চট্টগ্রামেই তৈরি হচ্ছে পিপিই

চট্টগ্রামেই তৈরি হচ্ছে পিপিই
চট্টগ্রামেই তৈরি হচ্ছে পিপিই 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোশাক বা পিপিই তৈরি করছে চট্টগ্রামের কয়েকটি পোশাক কারখানা । ইতিমধ্যে সরকারকে ৫০ হাজার

পোশাক সরবরাহ করেছে। বিদেশে বুকিং বাতিল করে দেশের ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান এসব শিল্প উদ্যোক্তা।

সপ্তাহখানেক আগেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা পোশাক বা পিপিই নিয়ে দুশ্চিন্তা ছিল। হাসপাতালে সাধারণ রোগীদেরও চিকিৎসাও ব্যাহত হয়। সে অবস্থার দ্রুতই পরিবর্তন হচ্ছে। দেশেই তৈরি হচ্ছে পার্সোনাল প্রটেকশন ইকুয়ইপমেন্ট বা পিপিই। এ কাজে এগিয়ে এসেছে চট্টগ্রামের দুটি গার্মেন্টস প্রতিষ্ঠান ।

স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধালয় স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট লিমিটেডকে এক লক্ষ পিপিই তৈরির কার্যাদেশ দেয়। যার মধ্যে এই পোশাক কারখানাটি বিদেশি বুকিং বাতিল করে ৫০ হাজার পিপিই তৈরি করে মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকায় পাঠায় । বাকি ৫০ হাজারও পাঠানো হবে পর্যায়ক্রমে ।

এদিকে, চট্টগ্রামে চিকিৎসক নার্সদের ব্যবহারের সার্জিক্যাল মাস্ক তৈরি করে নামমাত্র মূল্যে সরবরাহ করে মোস্তফা গার্মেন্টস। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এ কাজ করছেন বলে জানান এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান।

দেশের প্রয়োজনে এমন কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে সকল উদ্যোক্তাদের আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

No comments

close