৪টি ছাড়া সব বিদেশি ফ্লাইট বন্ধ করলো বাংলাদেশ
৪টি ছাড়া সব বিদেশি ফ্লাইট বন্ধ করলো বাংলাদেশ |
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড-এই চার দেশের গন্তব্য ছাড়া সব বিদেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সরকার। চায়না ইস্টার্ণ, চায়না সাউদার্ণ, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ ছাড়া সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের বাংলাদেশে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট চালু আছে।
বিভিন্ন দেশে প্রায় ২০টি গন্তব্যে দেশি বিদেশি ২৮টি এয়ারলাইন্সের উড়োজাহাজ বাংলাদেশে যাত্রী পরিবহন করে। প্রতিদিন ৬৩টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে দেশের বিমানবন্দরগুলোতে। করোনার প্রকোপ প্রতিরোধে পর্যায়ক্রমে সবকটি আন্তর্জাতিক গন্তব্য থেকে ফ্লাইট বাংলাদেশে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সবশেষ শনিবার ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ দশ দেশের এয়ারলাইন্সের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলো সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জরুরি ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
একইসাথে আজ রাত ১২টা থেকে বাংলাদেশে চারটি ছাড়া সব বিদেশি এয়ারলাইন্সের যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংএ এ কথা জানান তিনি।
আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।
No comments