মোদীর আহবানে সাড়া দিলো সার্কভুক্ত সব দেশ
মোদীর আহবানে সাড়া দিলো সার্কভুক্ত সব দেশ |
করোনাভাইরাস মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একযোগে কাজ করার আহবানে সাড়া দিয়েছেন সার্কভুক্ত দেশগুলো।
শনিবার (১৪ মার্চ) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনা বিষয়ক আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দিতে সম্মত পাকিস্তান।
এর আগে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে সমর্থন জানান। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় মোদি বলেন, পুরো পৃথিবী এখন করোনার বিরুদ্ধে লড়াই করছে। দক্ষিণ এশিয়ার নাগরিকদের সুরক্ষায় সবার একযোগে কাজ করতে হবে।
এই উদ্যোগকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ সার্কভুক্ত ছয়টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সবশেষ পাকিস্তানও এতে সম্মতি দিলো।
No comments